বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৩ এপ্রিল ২০২৫ ১৬ : ৫৮Rajat Bose
মিল্টন সেন, হুগলি: কথায় আছে কারও পৌষ মাস, কারও সর্বনাশ। ভূস্বর্গে জঙ্গি হামলার ঘটনায় কমপক্ষে ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। চরম আতঙ্কের পরিবেশ সেখানে। সকলেই প্রাণ হাতে বাড়ি ফেরার চেষ্টা চালাচ্ছেন। আর সেই সুযোগে ব্যবসায় মগ্ন দেশের একাধিক বিমান সংস্থা। বিমানের টিকিটের দাম বেড়েছে কয়েকগুণ। এটা ঘটনা, ভারতের পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শিল্প যদি কোনও ক্ষতির সম্মুখীন হয়, তবে তা দেশের সামগ্রিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে। কিন্তু উদ্বিগ্ন ও বিধ্বস্ত পর্যটকদের স্বার্থে বিমান ভাড়ায় কোনও নিয়ন্ত্রণ নেই বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে উঠেছে নানান প্রশ্ন।
মঙ্গলবার ভূস্বর্গ কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় চরম উদ্বেগ ছড়িয়েছে পর্যটন মহলে। বিশেষ করে এই ঘটনার পরপরই সেখানে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনেকেই তড়িঘড়ি ফিরে আসতে উদ্যত হয়েছেন। আর এই সুযোগ নিয়েছে বিমান সংস্থাগুলি। টিকিটের দাম এক লাফে আকাশ ছুঁয়েছে। এক কথায় ঝোঁপ বুঝে কোপ।
সাধারণত শ্রীনগর থেকে কলকাতা বিমান ভাড়া থাকে ৭ থেকে ৮ হাজার টাকা। দিনের দিন কাটলে সেই বিমান ভাড়া বেড়ে ১১ হাজার বা ১২ হাজার টাকা হয়ে থাকে। বুধবার শ্রীনগর থেকে কলকাতা আসার কোনও বিমানে আসন ফাঁকা নেই। আর বৃহস্পতিবার সেই ভাড়া ৪৫ হাজার ছুঁয়েছে। অর্থাৎ বিমান সংস্থার তরফে তাৎক্ষণিক টিকিট কাটার ক্ষেত্রেও চারগুণের বেশি ভাড়া ধার্য্য করা হয়েছে। যদিও এই একই চিত্র দেখা গিয়েছিল মহাকুম্ভের সময়ও। অনেকেই পূণ্য অর্জন করার ক্ষেত্রে টাকা খরচ করেছেন। কেউ ৭৫ হাজার টাকা, আবার কেউ ১ লক্ষ টাকা গাড়ি ভাড়া করে ফিরেছেন। এই প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন উপসচিব অজিত বসু বলেছেন, বিপদে পরে বেশি টাকা খরচ করলেও পূণ্য লাভের ক্ষেত্রে সেটা মেনে নেওয়া যেতে পারে। তবে জঙ্গি হানার মতো ঘটনার পর বিপদগ্রস্ত পর্যটকদেরও একই অবস্থা, কেনও? মানুষের বিপদ বুঝে সুযোগ নেওয়া, এটা পৃথিবীর অন্য কোনও দেশে হয় কি না তাঁর জানা নেই।
এদিকে আগামী দিনে কাশ্মীর ভ্রমণ নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। ঘটনার পর থেকে কাশ্মীরে ভ্রমণের পরিকল্পনা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন উদ্বিগ্ন পর্যটকরা। ফলে জঙ্গি হামলার ঘটনায় বিপাকে পড়েছে একাধিক পর্যটন সংস্থা। এই প্রসঙ্গে ব্যান্ডেলের এক পর্যটন সংস্থার কর্ণধার গোপাল চাকি জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরেই পর্যটকদের নিয়ে কাশ্মীর সফরে যান। কিন্তু মঙ্গলবারের ঘটনা অনেক পর্যটকের মনেই আতঙ্ক ও ভয় সৃষ্টি করেছে। ইতিমধ্যেই বেশিরভাগ পর্যটক তাঁদের সফর বাতিল করেছেন।
বর্তমানে কাশ্মীরে অবস্থানরত পর্যটকরাও বাড়ি ফেরার জন্য উদ্বিগ্ন। বিমানের টিকিটের চাহিদা বাড়ায় ভাড়া কয়েক ঘণ্টার মধ্যেই অস্বাভাবিক হারে বেড়ে গেছে। যা একেবারেই ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। ফলে পর্যটকরা আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
গোপাল বাবু কেন্দ্রীয় সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, যেন দ্রুত হস্তক্ষেপ করে এই পরিস্থিতির সমাধান করা হয়। এবং পর্যটকদের নিরাপত্তা ও স্বস্তির বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। গোপাল বাবু মনে করেন, এই ধরনের ঘটনা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে যেমন চিন্তার, তেমনই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রেও একটা বাধা হয়ে দাঁড়ায়। তাই সরকারকেই অবিলম্বে পর্যটকদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যেহেতু ভারতের পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পর্যটকদের স্বার্থের কথা ভেবে, তাঁদের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় প্রয়োজন বলে মনে করেন তিনি।
নানান খবর

নানান খবর

বিএসএফ জওয়ানদের বড় সাফল্য, আন্তর্জাতিক সীমান্তে অস্ত্র চোরাচালান ব্যর্থ করে উদ্ধার আগ্নেয়াস্ত্র-গুলি

দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু সিআইএসএফ কর্মীর

বেআইনি যানবাহন বিক্রি রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের

পহেলগাঁও হামলার কড়া নিন্দা, এদের ক্ষমা করা যায় না, বললেন মমতা

আদালত জামিন মঞ্জুর করার পরেও মেলেনি জামিন? কারণ জানলে অবাক হবেন

তারাপীঠের হোটেলে গোপন ক্যামেরায় মহিলার স্নানের ভিডিও, গ্রেপ্তার ম্যানেজার ও রিসেপশনিস্ট

কৃষিতে নতুন দিক, কীটনাশক স্প্রে করতে মালদহে ড্রোনের ব্যবহার

মাদক পাচারের অভিযোগ দুই নেতার বিরুদ্ধে, ৬ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

কংগ্রেস গড়ে রক্তক্ষরণ, একসঙ্গে হাত ছাড়লেন প্রায় হাজার নেতা-কর্মী

৭৫ লক্ষ টাকার ইয়াবা পাচারের চেষ্টা, কোচবিহারে পুলিশের জালে এক মহিলা সহ ৫ অভিযুক্ত

শুকনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির খুনের রহস্যের কিনারা, খোঁজ মিলল খোয়া যাওয়া গয়নারও

থানার আধিকারিকের সই জাল করে ভুয়ো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

ভুটান সীমান্তের শহর চামুর্চীর হাট সংস্কারের উদ্যোগ নিল রাজ্য সরকার

মুর্শিদাবাদ হিংসার তদন্তে বড় সাফল্য রাজ্য পুলিশের, ওড়িশা থেকে গ্রেপ্তার ছয় জন

দলের মিছিল থেকে বেরিয়ে গিয়েই বিধায়ক মিহির গোস্বামীর উপর ক্ষোভ উগরে তৃণমূলে যোগ বিজেপির মহিলা মোর্চার নেত্রীর